how to add table of contents in blog post or article

How to add table of content in blog post or article

how to add table of contents in blog post or article

how to add table of contents in blog post or article

আসসালামু আলাইকুম।হ্যালো বন্ধুরা কেমন আছেন আসা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। বরাবরের মতো আজও আপনাদের মাঝে হাজির হলাম ভিন্ন একটি টপিক নিয়ে। আজ আমি দেখাব “কিভাবে আপনারা আপনার ব্লগ সাইটের পোস্টের মধ্যে table of contents ব্যবহার করতে হয়”! অনেকে হয়তো জানে আরার অনেকেই হয়তো জানে না, যারা জানে না তাদের জন্য আজকের এই পোস্ট।তাহলে দেরি না করে এখনি চলে যায় মূল আলোচনায়।

table of contents
  • কেন পোস্টের মধ্যে table of contents যোগ করা জরুরী?
  • পোস্টের মধ্যে table of contents যোগ করার সুবিধা কি কি?
  • যেভাবে table of contents পোস্টের মধ্যে যোগ করবেন।




  • কেন পোস্টের মধ্যে table of contents যোগ করা জরুরী?

    বর্তমান সময়ে যদি কেউ কোনো টপিক নিয়ে গুগলে সার্চ করে, তাহলে সে ওই টপিকের উপর 1সেকেন্ডের কম সময়ে লক্ষ লক্ষ রেজাল্ট দেখতে পাবে, কিন্তু সে গুগলের সার্চ রেজাল্টের প্রথম পেজ অথবা দ্বিতীয় পেজে যতগুলো পোস্ট আছে সেগুলো দেখবে এবং যে পোস্টটি তার কাছে ভালো মনে হবে সেই পোস্টটিতে ঢুকবে। এখন প্রশ্ন হচ্ছে -১.কিভাবে আপনার আমার পোস্ট গুগলের সার্চ রেজাল্টের প্রথম পেজে আনা যায়? এর জন্য আপনাকে আপনার সাইটে ভালো ভাবে seo করতে হবে। আমাদের সাইটে seo নিয়ে অনেক পোস্ট আছে, যদি না দেখে থাকেন তাহলে এখুনি গিয়ে দেখে আসতে পারেন। ২. সবার কাছে আপনার আমার পোস্টটি কিভাবে ভালো লাগানো যায়? এর জন্য আমি বলব আপনার পোস্টে কিছু পরিবর্তন আনতে কারণ বর্তমানে আপনি যেই বিষয় নিয়ে পোস্ট লিখতে যাবেনা কেন সেই বিষয়েই গুগলে হাজার হাজার পোস্ট পাবেন, তাহলে আপনাকে হাজারো পোস্টকে পিছনে ফেলে আপনার পোস্টকে প্রথমে আনার জন্য আপনাকে অবশ্যই কিছু চমৎকার করতে হবে। যেমন আপনার পোস্টটি লম্বা করে লিখতে হবে এবং পরিষ্কার ভাবে বুঝিয়ে লিখতে হবে আর শেষ যেটা সেটা হল আপনার পোস্টের মধ্যে একটি table of contents / সূচিপত্র দিতে হবে যাতে কেউ আপনার পোস্টে ঢুকলে সে যেন পরিষ্কার বুঝতে পারে যে পোস্টে আপনি কি কি নিয়ে আলোচনা করেছেন। কেন পোস্ট সূচিপত্র জরুরী তা এই উদাহরণের মাধ্যমে বুঝতে পারবেন-ধরুন আপনি একটি নামাজ শিক্ষা বই ক্রয় করবেন, তাহলে আপনি কোনো লাইব্রেরীতে গিয়ে কয়েকটি নামাজ শিক্ষা বই হাতে নিবেন, এবং কয়েকটি বই থেকে আপনি একটি বই সিলেক্ট করবেন, তাহলে আপনি কিভাবে একটি বই সিলেক্ট করবেন? অবশ্যই আপনি বই গুলো হাতে নিয়ে সূচিপত্র দেখবেন এবং যে বইয়ে নামাজ শিক্ষা নিয়ে বেশি আলোচনা করা হয়েছে সেই বইটি সিলেক্ট করবেন/ক্রয় করবেন। টিক একইভাবে কেউ যখন কোনো পোস্ট পড়তে আসে তখন সে যদি এই পোস্টটির সন্মন্ধে আগেই কিছু ধারণা পায় তাহলে সে পরো পোস্টটি পড়তে বাধ্য।

    পোস্টের মধ্যে table of contents যোগ করার সুবিধা কি কি?

    পোস্টের মধ্যে table of contents ব্যবহার করাতে আপনার আমার যে সুবিধা হবে বলে আমার মনে হয়, তা হল যে বিষয় নিয়ে পোস্ট লিখব সেই পোস্টের মধ্যে উক্ত বিষয়টিকে সুস্পষ্ট ভাবে বর্ননা করা যেতে পারে। যেমন মনে করেন আপনি একটি পোস্ট লিখবেন, তখন মনে মনে ভাববেন যে ওই পোস্টটিকে কত ভাবে বিভক্ত করা যায়, মানে ওই পোস্টটি কতটি অনুচ্ছেদে সাজানো যায়, তারপর একেকটা অনুচ্ছেদ অনুযায়ী আপনি সহজে খন্ড খন্ড করে সাজিয়ে গুছিয়ে লিখবেন।আর এভাবে লিখলে পোস্টের মান ও গুণ এবং স্পষ্টতা বৃদ্ধি পাবে। যা গুগলে সহজে র‍্যাংক করতে পারবে

    যেভাবে table of contents পোস্টের মধ্যে যোগ করবেন?

    যেভাবে আপনি আপনার ব্লগ পোস্টে table of contents যোগ করবেন। table of contents যোগ করার জন্য আপনাকে কিছু হলেও html এ জ্ঞান থাকা দরকার অথবা html এ জ্ঞান না থাকলেও চলবে। [বর্তমান সময়ে ব্লগ ব্যবহার করে আর html জানে না, এমন লোক মনে হয় না পৃথিবীতে আছে] যাইহোক নিচের উদাহরণ লক্ষ করুন

    <!--DOCTYPE html--> <html> <head> <title></title> </head> <body> <center> <table> <tr> <th>table of contents </th> </tr> <tr> <td> <li><a href="#para1" >paragraph 1</a></li>
    <li><a href="#para2" >paragraph 2</a></li>
    </td></tr> </table> </center> <h2 id="para1">paragraph 1</h2>
    <h2 id="para2">paragraph 2</h2>
    </body> </html>
    উপরের উদাহরণ থেকে আপনি কি বুঝলেন। এখানে টেবিলের মধ্যে থাকা প্রথম <a href="#para1" >paragraph 1</a> লিংক হিসাবে #para1 দিয়েছি যা কিনা <h2 id="para1" >paragraph 1</h2> এই <h2> ট্যাগে idহিসাবে ব্যবহার করেছি। এখন যদি কেউ প্রথম লিংকে ক্লিক করলে তাহলে প্রথম <h2>ট্যাগে নিয়ে আসবে।আসা করি বুঝতে পেরেছেন।



    আজকের মতো এখানেই শেষ করছি, আসা করি এই পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকারে আসবে। আর যদি এরকম আরো পোস্ট পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন। আর এই পোস্টটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্য কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ।

    Post a Comment

    0 Comments