নিজের বিশ্বাসের প্রতি গুরুত্ব!
আসসালামু আলাইকুম Instructiv ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, প্রিয় ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ।
আমি এনামুল আপনাদের সামনে আমার এই প্রথম পোষ্ট নিয়ে এসেছি।
প্রথমে সমপূর্ন পড়ার অনুরোধ রইল।আজকের পোষ্টের বিষয় হলো নিজের বিশ্বাসের প্রতি গুরুত্ব নিয়ে। আপনারা পড়ে দেখতে পাড়েন আপনাদের সবার নিজের প্রতি বিশ্বাস ঠিক আছে কি না?আপনি কী পরিমান বিশ্বাস নিয়ে চলাফেরা করছেন?
মনে করেন আপনি গণিত বই নিয়ে পড়তে বসছেন এর মধ্যে দেখলেন জটিল একিটি প্রশ্ন। এটি যদি আপনি সমাধান করতে চান,প্রশ্ন দেখে হয়তো আপনি মনে করতে পারেন এটি একটি কঠিন প্রশ্ন।
প্রশ্নঃ আচ্ছা সত্যিই কী প্রশ্নটি কঠিন?
উত্তরঃ না।
প্রশ্নঃ কিভাবে?
উত্তরঃ তখনি আপনার জন্য জটিল হবে যখন এই প্রশ্নটি দেখবেন।
আর সহজ হবে এটি নিয়ে যখন মাথা কাটাবেন এবং চিন্তা করে দেখবেন।যে কিভাবে সমাধান করতে পারব এটা চিন্তা করলে ধীরে ধীরে সহজ হয়ে যাবে।
বিষয়টি পরিষ্কার করার জন্য আরেকটি উদাহরণ দিলাম।কঠিন হবে তখন, যখন আপনি নিজের প্রতি কোনো ধরনের বিশ্বাস রাখতে পারেননি। তাহলে প্রশ্নটি আপনার দ্বারা অসম্ভব হয়ে দাড়াবে কেননা নিজের প্রতি যদি কোনো বিশ্বাস তাকে না তাহলে কোনো কিছু সফল করা অসম্ভব। কারণ আমার দ্বারা হবেনা, আর চেষ্টা চালিয়ে লাভ নেই।এগুলো যদি আপনি চিন্তা করেন তাহলে আপনার জন্য কাজটি অসম্ভব হয়ে দারাবে।
আর আপনি যদি বিশাল সম্যসা দেখেন আর মনে যদি বিশ্বাস রাখেন আর বলেন চেষ্টা করতে করতে সমস্যা কে সমাধান করব তাহলে আপনার জন্য সহজ হয়ে দাড়াবে আর দেখা যাবে যে এটা বেশ কিছু না।
মনের মধ্যে বিশ্বাস রাখতে হবে যে, আমার দ্বারা সম্ভব।এই বিশ্বাস আপনার জন্য সব চেয়ে বড় সমাধান। আর সর্বদা চেষ্টা চালিয়ে যেতে হবে।
উদাহরণ দিয়ে ব্যপারটি পরিস্কার করা যাক।
কৃষকেরা যখন জমিতে ফসল চাষ করেন, তখন তাদের মনের মধ্যে একটি বিশ্বাস থাকে।আর সেই বিশ্বাসটি প্রায় এরকম যে, তারা যেভাবেই হোক তাদের জমিতে ভালো ফসল ফলাতে হবে। অনেক সময় দেখা যায় প্রাকৃতিক কোন দূর্যোগের কারনে তাদের ফসল নষ্ট হয়ে যায়।কিন্তু আপনি কি কোনদিন দেখেছেন ফসলে চাষ করা বাদ দিতে। (এমনকি ফসল নষ্ট হওয়ার পর কৃষকরা তাদের কৃষি কাজ বন্ধ করে দিতে? বন্ধ করে না এটা স্বাভাবিক, তারা চেষ্টা চালিয়ে নেন।) আর এটাই হচ্ছে নিজের প্রতি বিশ্বাস।তারা আবারও শেষ সময়ে চেষ্টা চালিয়ে নেয় ভালো ফসল ফালানোর জন্য। তাই সর্বশেষে দেখা যায় তাদের ফসল থেকে যতেষ্ট পরিমানের ফলন পায়।
যদি কৃষকেরা এই ফসলের ক্ষতিগ্রস্ত দেখে বলতেন যে, এখন সময় শেষ , ভালো ফসল ফলানো যাবে না, এই বছরের জন্য আর নয় তাই আগামী বছরে ফলানোর চেষ্টা করব। এই কথা বলে চেষ্টা বন্ধ করে দিলে তাহলে কিন্তু তারা তাদের পরিশ্রমের মূল্যই আদায় করতে পারবেনা।
এখন মূল বিষয় হলো যে আপনার কোনো একটি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা। কিন্তু এসএসসিতে রেজাল্ট ভালো হয়নি, এবং এইচএসসি তে অনেক ভাল করতে হবে, ইউনিভার্সিটিতে চান্স পেতে হলে। এবার যদি আপনি বলেন যে আমার দ্বারা এখন আর সম্ভব নয় ইউনিভার্সিটির জিপিএ অর্জন করার। তাহলে কিন্তু আপনি নিজের প্রতি কোনো বিশ্বাস রাখলেন না।
আপনি পিছনের দিকে না থাকিয়ে নিজের প্রতি বিশ্বাস রাখেন যে, এটি আমার দ্বারা সম্ভব হবে। আর মনোযোগ সহকারে পরিশ্রম করতে থাকেন। আর বলেন এখন ভালো রেজাল্ট করে ভালো ইউনিভার্সিটিতে পড়ব। আর ভালো করে কাজ শুরু করে দিন তাহলে আপনাকে আল্লহ ছাড়া কেউ সফলতা থেকে দুরে রাখতে পারবে না ইনশাল্লাহ।
এবার আপনি প্রশ্ন করতে পারেন যে, এসএসসিতে আমার অতি অল্প জিপিএ,তাহলে কিভাবে আমার দ্বারা সম্ভব?
উত্তরঃ আপনি জিপিএ দ্বারা আবেদন করবেন আর আবেদন করলেই তো আপনি চান্স পাবেন না।আবেদন এর পর আপনি একটি পরিক্ষা দিতে হবে এই পরিক্ষার জন্য অনেক বেশি পড়তে হবে এই পড়া এইচএসসির শুরুতে শুরু করতে হবে আর আপনি যদি শুরু করে দেন, তাহলে এইচএসসি তে এমনিতেই ভালো রেজাল্ট করতে পারবেন, যা আপনার ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার উপযোগী হয়ে যাবে। আর এইচএসসির নিম্নে যারা, তাদের জন্যে তো ভয়ের কোন কারণ নেই।
সর্বশেষ কিছু কথা বলে নেই আমরা যদি নিজের প্রতি বিশ্বাস রাখি তাহলে পাহাড় সমতুল্য কঠিন প্রশ্ন তাকলেও চেষ্টা চালিয়ে নিলে আর নিজের প্রতি বিশ্বাস তাকলে সম্যসা সমাধান করতে পারবো।
আর যদি নিজের প্রতি বিশ্বাস থাকে না আর বলে তাকেন, ফেইসবুক একাউন্ট খোলাটা জানা না তাকলে আপনার জন্য মহাভারত মনে হবে।
আমরা নিজের প্রতি বিশ্বাস রাখি যে আমার যেকোনো বিষয় বোঝা সম্ভব আর যেগুলো অতি জটিল তার জন্য পার্শ্ববর্তী বন্ধুদের কাছ থেকেই সাহায্য নেই তাহলে সবকিছু সহজ হবে ইনশাল্লাহ।
পোস্টটি কেমন হল কমেন্ট করে জানাবেন আমরা আপনারার কমেন্ট দেখে আর আগ্রহী হয়ে আর ভালো পোস্ট করব।
এবং আপনাদের যদি কোনো ধরনের সমস্যা তাকে তাহলে আমাদের ওয়েবসাইটের Contact Us পেইজে জানাবেন। আমরা অতি দ্রুত উত্তর দেয়ার চেষ্টা করব।
আজ এখানেই শেষ করলাম। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব এবং আরও ভাল ভাল পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে নজর রাখবেন। আমার ভুলের জন্য আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী।
এখানেই শেষ করলাম।
ধন্যবাদ সবাইকে।
খোদা হাফেজ।



1 Comments
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThanks for your support.