পরিশ্রমই পারে তোমাকে সফলতা দিতে!

Work hard can be give you success. Presented by instructiv

পরিশ্রমই পারে তোমাকে সফলতা দিতে!

আসসালামু আলাইকুম।
সবাইকে Instructiv ওয়েবসাইটের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো।তোমাদের দোয়ায় আমিও ভালো আছি।তোমাদের মধ্যে অনেকেই নিজের জীবন নিয়ে ডিপ্রেশনে আছো। কিভাবে জীবনে সফল হওয়া যায়?সফলতার মূল চাবি কোথায়? এ নিয়ে তোমাদের মাঝে আজ আমি হাজির হলাম। আমি গোলজার, আছি আপনাদের সাথে।

পৃথিবীতে মানুষ স্বভাবতই দুই ধরনের হয়।সেগুলো হচ্ছে-
• কেউ সফলতার পিছনে দৌড়ে
• কেউ প্রকৃত শিক্ষার পিছনে দৌড়ে

যারা সফলতার পিছনে দৌড়ে: সফলতার পিছনে কারা দৌড়ে? নিশ্চয় যারা বোকা তারাই শিক্ষার পিছনে না দৌড়ে সফলতার পিছনে দৌড়ায়।এখানে শিক্ষা বলতে প্রাতিষ্ঠানিক শিক্ষাকে বোজানো হয়নি। এই শিক্ষা কেমন হবে তোমরা হয়তো আচ করতে পারছো।যাদের প্রকৃত জ্ঞানের অভাব তারা কোনদিনও সফলতার ধারে কাছে পৌছাতে পারে না। সফলতার ধারে তখনই পৌছানো যায় যখন মানুষ তাদের নিজের কাজকে প্রাধান্য দিয়ে নিজের আত্নবিশ্বাসের উপর অটল থেকে কাজ করে যাবে। আর যদি মানুষ কোনদিন কাজ না করে শুধু সফলতার পিছনে দৌড়ে তাহলে সফলতা তো দূরের কথা, সফলতা আসলে কি তাও আচ করতে পারবে না।যারা নিজের কাজকে ফাঁকি দিয়ে সফলতার পিছনে দোড়ায় তারা নিতান্ত বোকা ছাড়া আর কিছুই না।

যারা প্রকৃত শিক্ষার পেছনে দৌড়ে:
শিক্ষা দুই প্রকার -জ্ঞান লাভের আশায় শিক্ষা,
                         -চাকরি লাভের আশায়,


যখন দৃঢ় আত্নবিশ্বাস রেখে মানুষ তার কাজকে প্রাধান্য দিয়ে চলতে থাকে তখন সে জীবনে সফলতাকে ভোগ করতে পারবে। এ নিয়ে একটা উদাহরণ বলা যাক-এক জঙ্গলে দুটি ব্যাঙ হাটতে হাটতে হটাৎ বিরাট গভীর একটি গর্তে পড়ে গেল।তখন পাশ দিয়ে আরো কয়েকটি ব্যাঙ চলে যাচ্চিলো।তখন তারা গর্তের মধ্যে দুটি ব্যাঙ দেখে চিৎকার দিয়ে বলতে শুরু করল তোমরা আর এই গর্ত থেকে উটতে পারবে না। এই শুনে একটি ব্যাঙ সেখানেই থেমে গেল।কিন্তু আপর ব্যাঙটি আস্তে আস্তে আরো বড় করে লাফ দিতে লাগল।হঠাৎ টিকই সেই ব্যাঙ উপরে উটে আসল। তখন উপরে থাকা ব্যাঙ গুলো বলল যে,তুমি কিভাবে উটে আসতে পারলে?আমরা তো বলেছিলাম তুমি পারবে না। উত্তরে ব্যাঙটি বলল, আমি কানে কম শুনি তাই আমি মনে করছি তোমরা আমাকে বলছ,তুমিই পারবে।আমি আরো উৎসাহের সাথে লাফ দিতে দিতে উপরে উটে আসলাম।
তাই তোমাদের বলছি নিজের কাজের প্রতি আগ্রহ আর দৃঢ় বিশ্বাস থাকলে একদিন ঠিকই সফল হতে পারবে।

উপরের উদাহরণে যেমন,অন্যান্য ব্যাঙ গুলো তার উপরে উটা থেকে বিরত রাখতে পারে নি। ঠিক তোমাকেও কেউ সফলতা থেকে দূরে রাখতে পারবে না।
আর তুমি কোনদিন চাকরির জন্য পড়বে না। কারণ চাকরির জন্য প্রকৃত জ্ঞান প্রয়োজন। তুমি যদি প্রকৃত জ্ঞান অর্জনের জন্য পরিশ্রম করতে থাকো। তাহলে ঠিক তুমি জ্ঞান অর্জন করতে পারবে। আর তুমি যদি প্রকৃত জ্ঞান অর্জন করতে পারো তাহলে তোমাকে চাকরি খুজতে হবে না।বরং চাকরিই তোমাকে খুজে নেবে।
তাই আজ থেকেই তোমরা প্রকৃত জ্ঞান অর্জনের জন্য কাজে নেমে পরো।পরিশ্রম করো টানা ইউনিভার্সিটি লাইফ পর্যন্ত। তারপর দেখো সফলতা কিভাবে এসে কড়া নারে তোমার দরজায়।

আর মনে রেখো জীবনে ভালো কিছু করতে হলে পরিশ্রম ব্যতিত অন্য কোন পথ খোলা নেই।তোমাকে পারতেই হবে, এই ভেবে কাজ শুরু করে দাও।আর নিজের আত্নবিশ্বাস কখনো হারাবে না। যদি এগুলো করতে পারো তাহলে একমাত্র প্রভু ব্যতিত আর কেউ সফলতা থেকে তোমাকে আটকাতে পারবে না।

এখানে আমি সবাইকে "তুমি" বলে সম্ভোদন করেছি।কেউ যদি আমার থেকে সিনিয়র বা কোন অবিভাবক এই পোস্টটি পরে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আজ এ পর্যন্তই। এখানেই শেষ করছি। দেখা হবে এরকম আরো ইন্টারেষ্টিং অন্য একটি টপিক নিয়ে।
ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।
খোদা হাফেজ।

Post a Comment

3 Comments

Thanks for your support.