কিভাবে ব্লগার সাইটের ফোটার ক্রেডিট রিমোভ করবেন?
কেন আপনার ব্লগসাইটের footer credit remove করবেন?সাধারণত আমাদের ব্লগের সুন্দর্য্য বাড়াতে টেম্পলেট ব্যবহার করি । তাই ব্লগে এর গুরুত্ব অপরিসীম। বিশেষ করে যারা programme বিষয়ে দূর্বল। আর টেম্পলেটের মাধ্যমে আপনার ব্লগকে সহজে ডিজাইন করতে পারবেন,কোন রকমের কোডিং দক্ষতা ছাড়াই। আর এই জন্য একেক জন একেক রকমের টেম্পলেট ব্যবহার করেন তাদের পছন্দ অনুযায়ী।কেউ টাকা দিয়ে আর কেউ বিনামূল্যে।
আর বিশেষ করে যারা বিনামূল্যে টেম্পলেট ব্যবহার করেন তাদের একটি কমন সমস্যা হল ফুটার ক্রেডিট নিয়ে। আপনি যখন আপনার ব্লগ সাইটে একটি ফ্রী ভার্সন টেম্পলেট ব্যবহার করেন। তখন আপনার সাইটের ফুটারে একটা ক্রেডিট লিংক দেওয়া থাকে, কিন্তু এখানে আপনার সাইটের লিংক দেওয়া থাকে না, আর আপনি চাইলেই লিংক পরিবর্তন করতে পারবেন না। এই ফুটার ক্রেডিট লিংকটি থাকে আপনার ব্যবহার করা টেম্পলেটটি যেই সাইট থেকে ডাউনলোড করেছেন সেই সাইটের লিংক । যা বেশ বেমানান আপনার সাইটের জন্য। তাই আজ আমি এর এক সমাধান নিয়ে এসেছি। যেহেতু এই লিংকটি সাধারন ভাবে কাস্টমাইজ করা যায় না । কারণ আপনি যদি লিংকটি পরিবর্তন করেন তখন আপনার সাইটটি কেউ ভিউ করলে,তখন আপনার সাইটে ভিউয়ার সরাসরি চলে যায় টেম্পলেটটি যে সাইট থেকে ডাউনলোড করেছেন সেই সাইটে । আর এই সমস্যার জন্য আমরা একটা ট্রিক অবলম্বন করব। আর এটি একটি সহজ পদ্ধতি ফুটার ক্রেডিট লিংক পরিবর্তন করার জন্য।
তো চলুন ট্রিকটি শিখে নেই।
কিভাবে আপনার সাইটের ফুটার ক্রেডিট লিংক পরিবর্তন করবেন?
প্রথমে আপনি আপনার সাইটের টেম্পলেটটি ব্যাকআপ নিন । তারপর ব্যাকআপ করা টেম্পলেটের ফাইলটি ওপেন করেন । ওপেন করার জন্য এই AnWriter অ্যাপটি ব্যবহার করতে পারেন। ওপেন করার পর copyright by বা designed by লিখে সার্চ করে আপনি ফুটার ক্রেডিট লিংকটি খুঁজেতে পারেন, অথবা আপনি যে লিংকটি চান রিমুভ করতে সেই লিংকের আগে যে কাজটা করতে হবে।
তা এখানে দেখানো হল।
<style>#remove-any-link{text-indent:-99999px;} </style>
<div id="remove-any-link"> <a href="https://instructiv.blogspot.com"> already remove instructiv link </a> </div>
(এবার এর নিচে যদি চান আপনার লিংক দিতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। )
<a href="https://yoursitelink.com">your site name </a>
আপনি এবার যে কোন লিংক রিমুভ করে নিজের লিংক ব্যবহার করতে পারবেন। রিমুভ করার পর ফাইলটি সেভ করে নিন। তারপর আপনার ব্লগ সাইটে আপলোড করে দিন।
যদি আপনি আপনার সাইটের ফুটার ক্রেডিটের লিংক পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আসা করি আপনার উপকার হবে । আজ এই পর্যন্তই। দেখা হবে এরকম আরো অনেক ইন্টারেস্টিং টপিকে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আর অবশ্যই কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
খোদা হাফেজ।



1 Comments
aita vlo chilo
ReplyDeleteThanks for your support.