How to get idea about blog posts?

 

How to get idea about blog post?

আসসালামু আলাইকুম

 হাই বন্ধুরা, কেমন আছেন? আসা করি সবাই ভালো আছেন। আজকের টপিক হল, কিভাবে আপনি আপনার ব্লগ সাইটে বেশি বেশি  পোস্ট  করার জন্য  আইডিয়া পাবেন?

 আমাদের মধ্যে যাদের ব্লগ সাইট নতুন অবস্থায়  আছে, তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন ব্লগ সাইটের জন্য বেশি বেশি পোস্ট করা অনেক  ভালো। আপনি যদি পারেন তাহলে চেষ্টা করবেন প্রতিদিন একটি করে পোস্ট করতে, অথবা সপ্তাহে 3-4 টি পোস্ট পাবলিশ করতে। তবে তা অবশ্যই মানসম্মত পোস্ট হতে হবে।  আর যদি আপনি আপনার  ব্লগে শুধু অযথা পোস্ট করেন তাহলে দেখা যাবে প্রথম অবস্থায় ভালো ভিজিটর পাওয়া গেলেও কিছু দিন পর আগের মত আর ভিজিটর নেই। কারণ আপনার পোস্টের কন্টেন্ট ভালো না।আর যদি আপনি ভালো মানের কন্টেন্ট প্রতি দিন পাবলিশ করে থাকেন  তাহলে  আপনার  ব্লগের নতুন  ভিজিটর যারা আসবে তারা পরবর্তীতে আপনার  ব্লগে ভিজিট করার  সম্ভাবনা থাকবে। যার মাধ্যমে আপনার ব্লগ সাইট তাড়াতাড়ি বিভিন্ন সার্চ ইঞ্জিনে ভালো র‍্যাংক  করবে।

এখন যদি  আপনার  প্রশ্ন হয়, কিভাবে এতো পোস্ট করার আইডিয়া পাব?তাহলে আপনি এই প্রশ্নের জবাব এই পোস্টের মধ্যে পাবেন।

 

কিভাবে মানসম্মত পোস্টের আইডিয়া পাবেন? 


আপনি যদি নতুন অবস্থায়  ব্লগ সাইট তৈরি করেন তাহলে আপনাকে প্রথমে ঘন ঘন পোস্ট করার পাশাপাশি পোস্টের মান ও গুণের দিকে নজর রাখতে হবে। 

আপনি হয়তো নতুন অবস্থায় আপনার  ব্লগসাইটটিতে কয়েকটি পোস্ট করেছেন।কিন্তু আপনি  আগামীতে কি পোস্ট করবেন,বা কোনো কোনো টপিক নিয়ে পোস্ট করবেন? তা চিন্তা করে  পাচ্ছেন না।তাহলে আপনি আজ সঠিক জায়গায় এসেছেন। কারণ এই পোস্টের মাধ্যমে আপনারা জানতে চলেছেন  ইন্টারনেটের মধ্যে থাকা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা যেভাবে  পোস্টের আইডিয়া পাবেন। যেমন আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিব, যার মাধ্যমে আপনি সহজে আপনার ওয়েবসাইটের জন্য বিভিন্ন টপিক নিয়ে পোস্ট করার আইডিয়া পাবেন। বর্তমান সময়ে এমন কিচ্ছু প্লাটফর্ম রয়েছে, যেগুলো অনুসরণ করতে পারলে আপনি মানসম্মত পোস্টের আইডিয়া পাবেন। ত আমি আজ এমন কিছু প্লাটফর্মের সাথে পরিচয় করিয়ে দিব, যেগুলো থেকে আপনি সহজে পোস্ট করার জন্য অনেক আইডিয়া পাবেন।



1. Quora

এটি এমন একটি সাইট, যার মাধ্যমে আপনি বিভিন্ন অজানা তথ্য জানতে পারবেন। এবং  আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি এখানে প্রশ্ন করতে পারবেন। অথবা আপনি চাইলে অন্যের প্রশ্নের জবাব দিতে পারবেন।এখানে আপনি মোটামুটি সব বিষয়ের উপর ধারণা পাবেন। যার মাধ্যমে আপনি আপনার সাইটে পোস্ট করার আইডিয়া পাবেন। এখান থেকে চাইলে আপনি আপনার সাইটের জন্য ব্যাকলিংক তৈরি করতে পারবেন। 


2. Google news 

google news এর মাধ্যমে আপনি সময় উপযোগী অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।এখানে প্রায় সব বিষয়ের উপর অনেক নিউজ পাওয়া যায়।  যার মাধ্যমে আপনি আপনার সাইটের জন্য পোস্ট করার আইডিয়া পাবেন। 


3. Opera news

অপেরা নিউজ এর মাধ্যমে আপনি অনেক তথ্য জানতে পারবেন। এখান থেকে আপনি আপনার সাইটের জন্য 

পোস্ট করার অনেক  আইডিয়া পাবেন। 


4. UC news

googl news,opera news এর মত আপনি  uc news অনুসরণ করে আপনি  অনেক তথ্য জানতে পারবেন। যার সাহায্যে আপনি আপনার সাইটে পোস্ট করার জন্য অনেক আইডিয়া পেতে পারেন।


5. Email subscriptions 

 email subscriptions এর মাধ্যমে আপনি অনেক আইডিয়া পাবেন, আপনার সাইটে পোস্ট করার জন্য। এ জন্য আপনাকে এমন সাইট খোঁজে বের করতে হবে,যেন সাইটটি আপনার সাইট রিলেটেড হয়, যেমন -আপনার যদি ট্যাক বিষয়ের ওয়েবসাইট হয় তাহলে আপনাকে আরেকটি ট্যাক বিষয়ক ওয়েবসাইটের খোঁজ নিতে হবে।এবং সেখানে আপনাকে আপনার ইমেইল ঠিকানা দিয়ে সেই সাইটটিকে অনুসরণ করতে হবে,যেন সেই সাইটে কোনো পোস্ট করলে তা আপনার ইমেইলে নোটিফিকেশন আসে। এরপর আপনি এই পোস্টটাকে নিজের মত করে সাজিয়ে গুছিয়ে লিখে আপনার সাইটের পোস্ট করতে পারবেন। 

6. Youtube

বর্তমান সময়ে আপনি youtube যা লিখে সার্চ করবেন ঠিক তাই আপনি পাবেন। আপনি যদি একটা বিষয় নিয়ে সার্চ করেন তাহলে আপনাকে একটি নয় দুটি নয় হাজার হাজার টিউটোরিয়াল  ভিডিও দেখাবে একটি বিষয়ের উপর। তাই এখানে আপনি চাইলে বিভিন্ন টিউটোরিয়াল দেখে আপনি আপনার ব্লগসাইটে পোস্ট করতে পারবেন।

7. Keyword research 

keyword research এর মাধ্যমে আপনি সহজে জানতে পারবেন, বর্তমানে গুগল সহ আর বিভিন্ন সার্চ ইঞ্জিনে কোন কোন টপিক নিয়ে বেশি সার্চ করা হয়।তাই keyword research এর মাধ্যমে আপনি পরিষ্কার ধারণা পাবেন, যে আপনাকে আগামীতে কোন কোন বিষয়ের উপর পোস্ট করতে হবে। 


এ ছাড়াও আপনি বিভিন্ন সাইট ভিজিটিং করে বিভিন্ন বিষয়ের সঠিক ধারণা নিয়ে আপনি  আপনার সাইটের জন্য পোস্ট করতে পারবেন।


উপরের সবগুলো বিষয় যদি আপনি অনুসরণ করতে পারেন, তাহলে আপনি নিশ্চিত দিনে অন্ততপক্ষে একটি অথবা দুটি মানসম্মত পোস্ট করতে পারবেন। 


আজকের টপিক এখানেই শেষ করছি। আসা করি সবাই বুঝতে পেরেছেন।আর যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই ভুল ধরিয়ে দিবেন।

যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। 

ধন্যবাদ আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য। 




Post a Comment

0 Comments