ইমাম আবু হানিফার সাথে নাস্তিকের বিতর্ক.
ইমাম আবু হানিফা (রহ:) যুগে, নাস্তিকরা তাদের নেতাদের নিয়ে, ইমাম আবু হানিফা (রহ:) কে বিতর্ক করা আহবান জানায়।
কিন্তু ইমাম আবু হানিফা (রহ:) বিতর্ক করার ইচ্ছা নাই। তারপর যে ভাবে হোক তিনি মেনে নিলেন।
আর বিতর্কে বিষয় হলো, দুনিয়ায়র সব কিছু কারো সাহায্য ছারা এমনিতেই সৃষ্টি হয়েছে, কী না।
বিতর্ক অনুষ্ঠানের দিনে নির্ধারিত সময়ে উপস্থিত। শুধু অনুপস্থিত ছিলেন ইমাম আবু হানিফা (রহ:) আর ইমাম আবু হানিফা (রহ:) অনুপস্থিত দেখে নাস্তিকের দল খুব খুশিতে, আর মুসলিমরা লজ্জাবোধ, আর অনেকে ভাবছে ইমাম আবু হানিফা (রহ:) পরাজয়ের ভয়ে আসতেছেন না। তাই তারা অনুষ্ঠান শেষ করার সিদ্ধান্ত নিল, হঠাৎ দেখা গেল ইমাম আবু হানিফা (রহ:) উপস্থিত হলেন, লোকজন বললো আপনার আসতে এতো দেরি কেন, তিনি বলেন অবাক করার মত কাহিনি, যা অবিশ্বাস্য ঘটনা ঘটেছে, তাই আমার আসতে দেরি হয়েছে।
সকলেই ঘটনার সম্পর্কে জানতে আগ্রহী, তিনি বললেন মনে হয়, আমার এই ঘটানা শুনলে আপনার বিশ্বাস হবে না, অথবা আমাকে পাগল বলবে, তাই বলতে ইচ্ছে হয় না।
নাস্তিকদের নেতা অনুরোধে করতে লাগল, ঘটনাটি শোনার জন্য।
তখন তিনি বললেন আমি বাড়ি থেকে আসার সময়, নদীর পাড়ে কোনো নৌকা বা লোক ছিল না, তাই অপেক্ষার করছিলাম আর হটাৎ একটি গাছ নদীতে পড়ল, এবং সেই গাছটি টুকরো টুকরো হতে লাগলো, তার পর কাট হতে লাগলো, আবার সেই কাট গুলো জোরা লাগতে লাগতে, নৌকা তৈরি হল, তার পর আমি নদি পার হয়ে আসলাম, তাই আমার দেরি হয়েছে।
নাস্তিকরা হাসতে শুরু করল, আর মুসলমানরা কানাকানি শুরু করল
নাস্তিকদের নেতা বলল আপনাকে কেও মদ বা নেশা জাতীয় কোনো কিছু খাওয়াইছে।পাগলের মত কথা বলেন।
ইমাম আবু হানিফা (রহ:) বলেন আমি ত একা পাগল হয়েছি আর আপনারা সবাই একত্রে পাগল হলেন কীভাবে। আমি শুধু বললাম গাছ থেকে নৌকা হয়েছে। আর আপনারা কীভাবে বললেন যে চন্দ্র, সূর্য, গাছপালা, পশু পাখি, সকল কিছু এমনিতেই সৃষ্টি হয়েছে।
0 Comments
Thanks for your support.