instructiv web এর শুভ উদ্ভোদন

instructiv web starting post


 instructiv web এর শুভ উদ্ভোদন। 


আসসালামু আলাইকুম। 

আমাদের ওয়েবসাইটের পক্ষ থেকে সবাইকে জানাই শ্রেনীভেদে সালাম,আদাব,ও আন্তরিক শুভেচ্ছা।
আমাদের দেশ হচ্ছে তৃতীয় বিশ্বের একটি দেশ। স্বভাবতই তৃতীয় বিশ্বের দেশগুলো একটু গরীব হয়। তবে আমাদের দেশ সারা বিশ্বের সব গরীব দেশের মতো নয়।আমাদের দেশে কিছুটা হলেও দারিদ্রতার হার কমেছে। কিন্তু আমাদের দেশে একটি সমস্যা দিন দিন বেরেই চলেছে।এই সমস্যাটা হচ্ছে বেকারত্ব সমস্যা।
কেনই বা আমাদের দেশে বেকারত্ব সমস্যা থাকবে না? আমাদের দেশের তুলনায় জনসংখ্যা অনেক বেশি।আবার এই জনসংখ্যার তুলনায় কর্মসংস্থানও কম।থাকবেই বা কি করে? আমাদের দেশের প্রায় ৯৫% মানুষ শুধু চাকরি চায়। কিন্তু যদি এমনটা করা যেত যে মানুষ শুধু চাকরি না চেয়ে চাকরি দেবে। তাহলে মন্দ হতো না। আর আমাদের দেশ অনেকটা এগিয়ে যেতে পারত।
কিভাবে মানুষ চাকরি না খুজে চাকরি দেবে? উত্তরে বলতে হয় কর্মসংস্থান সৃষ্টি করে। কিন্তু কর্মসংস্থান সৃষ্টি করতে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা।আর আমরা সবাই মনে করি প্রাতিষ্ঠানিক শিক্ষাই।কিন্তু না,প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কর্মমুখী শিক্ষার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যায়।

কিভাবে কর্মসংস্থান সৃষ্টি করব?কিভাবে কর্মমুখী শিক্ষা অর্জন করব? কিভাবে নিজের জীবনকে আরো সুন্দর করব?কিভাবে সফলতা পাবো?কোন কাজ আমি করব?আমার তো কিচ্ছু জানা নেই!
উপরের মতো এমন হাজারো প্রশ্ন আমাদের মনকে আরো দুর্বল করে দেয়। এ সমস্যাগুলোর সমাধান নিয়ে চিন্তা করার আসলে তেমন কোনো মানুষের সংখ্যা এই পৃথিবীতে নগন্য।কিন্তু এই নগন্য মানুষের মধ্যেও একজন মানুষ ছিলো আমাদের মাঝে।আর সেই মানুষটি হচ্ছে আমার বন্ধু সাজু।
আমরা বন্ধুরা মিলে একদিন আড্ডা দিচ্ছিলাম। তখন সে এমন কিছু সমস্যা নিয়ে কথা বলল। আসলে সে আজ নতুন নয়।সে প্রায় প্রত্যেক দিন এই সমস্যা নিয়ে কথা বলে। তার কথার উত্তরে আমি বলে দিলাম "আয় আমরা বন্ধুরা মিলে এই সমস্যার সমাধান খুজি"। আর এই সমস্যার সমাধান নিয়েই আজ থেকে আমাদের ওয়েবসাইটের পথচলা শুরু।আমরা কিছু কর্মমুখী শিক্ষা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে সারা দেশের মানুষের মধ্যে চরিয়ে দিতে চাই। এমনকি সারা পৃথিবীতে আমাদের কর্মমুখী শিক্ষার আলো চরিয়ে পরবে একদিন, ইনশাআল্লাহ।
আমরা কি শুধু কর্মমুখী শিক্ষা দেব? আসলে তা না। আমদের প্রধান লক্ষ্য হচ্ছে কর্মমুখী শিক্ষা। কিন্তু আমরা কিছু প্রাতিষ্ঠানিক শিক্ষাও সবার মাঝে শেয়ার করব। আমরা বিভিন্ন বিষয়ের উপর ফ্রিতে কোর্স প্রদান করব।

আমাদের কোর্সগুলো প্রধানত কি নিয়ে?
আমরা কম্পিউটার সফটওয়্যার নিয়ে কিছু পোস্ট আপলোড করব। যেমন: মাইক্রোসফট অফিস।যা না জানলে বর্তমানে আমাদের চলা অনেক কষ্টের এবং আগামীতে অসম্ভব। আরো থাকবে গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং,অনলাইন আরনিং ইত্যাদি নিয়ে নানান কোর্স।তাছাড়াও রয়েছে মোটিভেশনাল কতাবার্তা দিয়ে মানুষের মনকে শক্ত করার মত কিছু বক্তব্য। আর আমরা নানান গল্প আপনাদের মাঝে শেয়ার করব। আমরা প্রযুক্তি নিয়ে কথা বলব, যা ছাড়া বর্তমানে একটা দিনও কল্পনা করা অসম্ভব।যারা বর্তমানে চাকরি খুজছেন তাদের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস আমাদের গ্রুপ আপনাদের সাথে শেয়ার করবে। আরো কিছু বিষয় আছে।সব বিষয় তো মনে থাকে না, তাই তুলে ধরতে পারলাম না। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

আমাদের ওয়েবসাইটে কারা কারা আছেন?আমাদের ওয়েবসাইটে বর্তমানে অনেক মেম্বার কাজ করা শুরু করেছে।ভবিষ্যতে আরো বারবে বলে আশা করছি। তার মধ্যে প্রধান চার জনের নাম নিছে উল্লেখ করছি।

১. গোলজার হোসেন (CEO)
২. সাজু আহমেদ (সহকারী প্রধান)
৩. এনামুল হাসান (এডমিন)
৪. মালেক আহমেদ (এডমিন)


এখানে আমাদের শুধু নাম দেয়া হলো। about us পেইজে গিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সেখানে আমাদের সাথে কন্টাক্ট করার মতো প্রয়োজনীয় তথ্য দেয়া আছে।

প্রথম উদ্ভোদনী পোস্টে অনেক বলে ফেললাম।এখন বিদায় নিতে হবে। তার আগে একটা কথা বলে রাখি আমাদের ওয়েবসাইট সর্বদা আপনাদেরকে কিছু দেয়ার চেষ্টা করবে। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে গ্রহন করতে পারেন আবার বর্জনও করতে পারেন।
সেই যে লিখতে বসছিলাম আমার পরিচয়টা দিতে ভুলে গেছি!এখন তাহলে পরিচয় দেই, আমি গোলজার হোসেন। এই ওয়েবসাইটের প্রধান।
আজকে থেকে আমরা কাজ শুরু করলাম। আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন।দেখা হবে আগামী কোন পোস্টে।
ধন্যবাদ। 

Post a Comment

2 Comments

Thanks for your support.