most top 10 website in the world

 

Most imagine top 10 website in the world.


আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা কেমন আছেন সবাই? আসা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন ১০টি ওয়েবসাইট। যেগুলো দেখে আপনি বলতে বাধ্য হবেন যে, এটা কিভাবে সম্ভব? তো চলুন পরিচয় করিয়ে দেই রোমাঞ্চকর অজানা ১০টি ওয়েবসাইটের সাথে।



1: stars.chromeexperience.com

Most top amazing website in internet


কয়েকটি গ্রহ নিয়ে একটি নক্ষত্র আর কোটি কোটি নক্ষত্র নিয়ে একটি গ্যালাক্সি। আর আমরা যে  নক্ষত্রে বসবাস করি সেই নক্ষত্রটির অবস্থান মিল্কিওয়ে গ্যালাক্সিতে । আর আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে মিল্কিওয়ে গ্যালাক্সিতে যতগুলো নক্ষত্র আছে বা নক্ষত্রের মধ্যে যত গুলো গ্রহ আছে,আপনি সবগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন সেইসাথে থ্রিডি ডাইমেনশনালে দেখতেও পারেন, যা সত্যিই ভয়ংকর সুন্দর। 


2: app.thefacesoffacebook.com

Most top amazing website in internet


আপনি হয়তো সাইটের নাম দেখে বুঝতে পেরেছেন, এটি কিসের ওয়েবসাইট?হ্যাঁ  এই ওয়েবসাইটে গিয়ে  আপনি এখন পর্যন্ত ফেইবুকে যতটি অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে  সে সবগুলো অ্যাকাউন্টের প্রফাইল দেখতে পারবেন এক পেইজে। সেই সাথে ফেসবুকে কতটি অ্যাকাউন্ট আছে এবং প্রতি সেকেন্ডে কতটি অ্যাকাউন্ট তৈরি হচ্ছে তা লাইভ কাউন্ট দেখতে পারবেন।


3.mrdoob.com

Most top amazing website in internet


মহাশুন্যে যেখান ভেসে বেড়ানো ছাড়া কোনো আকর্ষণ বিকর্ষণ নেই ।ঠিক মহাশূন্যের  মতো এই ওয়েবসাইটটি কাজ করে। এখানে গুগলের  একেকটি এলিমেন্ট একেকরকম  ভেসে বেড়ায়, আপনি চাইলে এলিমেন্ট গুলোকে টাচ করে সরাতে পারেন। তাই দেরি না করে এখনি দেখে আসেন এই সাইটটি। 

4.internet-map.net

Most top amazing website in internet


এই ওয়েবসাইটে আপনি ইন্টারনেটের  ম্যাপ দেখতে পাবেন। সেই ম্যাপে ইন্টারনেটের   প্রত্যেকটি ওয়েবসাইট দেখতে পাবেন এবং এইসব ওয়েবসাইটের বিশ্ব র‍্যাংক এবং নিজ দেশে কত নম্বর র‍্যাংকে অবস্থান করছে তা দেখতে পাবেন। 

আপনার যদি ওয়েবসাইট তাকে, তাহলে এখুনি গিয়ে দেখে আসেন আপনার সাইটটি আপনার দেশের ও বিশ্ব র‍্যাংকে কততম অবস্থানে আছে। 


5.arkadia.xyz

Most top amazing website in internet


 


এই ওয়েবসাইটের হোম পেইজ ছাড়া আর কোনো পেইজ নেই। যদি আপনি এই সাইটে  ভিজিট করেন তাহলে আপনার ডিভাইসের ফুল স্ক্রিনের  মধ্যে একটা ইমেজ অটোমেটিক যুম হতে থাকবে যা শেষ হবে না। এবং যত যুম হবে তত ইমেজের চিত্র পরিবর্তন হতে থাকবে। আপনি চাইলে সাইটটি ঘুরে দেখে আসতে পারেন। 



6. fightradar24.com

Most top amazing website in internet


এই ওয়েবসাইটটি আসলেই খুবই সুন্দর এবং সাহায্যকারী একটা সাইট। কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সরাসরি লাইভে দেখতে এবং  জানতে পারবেন যে,আকাশে কতটি বিমান চলাচল করছে এবং তা কোন এয়ারপোর্ট থেকে কোন এয়ারপোর্টে যাচ্ছে? আপনি চাইলে সাইটটি ঘুরে দেখতে পরেন যে, সাইটটি আসলে কেমন কাজ করে?


7. photopea.com

Most top amazing website in internet


ফটো এডিটিং এর জন্য ইন্টারনেট জগতের  মধ্যে সবচেয়ে ভালো এবং অ্যাডভান্স সব টুলস দিয়ে সবার মন জয় করেছে photopea। বর্তমানে শুধু  কম্পিউটারের মাধ্যমে  ফটো এডিটিং এর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এডোবি। আর এডোবি কম্পিউটার ছাড়া ব্যবহার করা যায় না।photopea হলো সম্পুর্ণ এডোবি এর মতো একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি আপনার মোবাইল ফোন দিয়েই সহজে ফটো এডিটিং করতে পারবেন। 


8. thesleepinginternet.com

Most top amazing website in internet


এই  ওয়েবসাইটটি আসলেই অদ্ভুত একটা সাইট। কারণ এই সাইটটিতে আপনি যখন ভিজিট করবেন তখন এই সাইটের ব্রাইটনেস  একবার উজ্জ্বল হবে। আর আরেক  বার অন্ধকার হবে, যা খুবই অদ্ভুত দেখতে। আপনি যদি এই সাইটটি ভিজিট করতে চান তাহলে এখুনি গিয়ে দেখে নিন।


9.  heckertyper.net

Most top amazing website in internet


 সাধারনত যারা হ্যাকিং বিষয়ের সাথে পরিচিত তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই ইন্টারেস্টিং। এই সাইটের মাধ্যমে আপনি হ্যাকারদের মতো টাইপ করার মজা নিতে পারবেন।যখন আপনি এই সাইটে যাবেন আপনার ডিভাইসের কিবোর্ডের যেকোনো "কি"তে ক্লিক করলে অটোমেটিক সোর্স কোড আপনার ডিসপ্লেতে রান করতে থাকবে। আপনারা হয়তো  হ্যাকিং বিষয়ের উপর অনেক মুভি দেখেছেন। এইসব মুভিতে  যেসব কোডিং দেখানো হয় কম্পিউটার স্ক্রিনে। তা বেশিরভাগ আসলে এইসব ওয়েবসাইটের মাধ্যমে দেখানো হয়। 


10.webdesignmuseum.org

Most top amazing website in internet


এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি জানতে পারবেন বর্তমানের কোনো ওয়েবসাইট তার  অতীতে কালে দেখতে কেমন ছিল। আমরা আজ যে গুগল ব্যবহার করি তা 20বছর আগে কেমন ছিল  তা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি  দেখতে পারবেন। আপনি চাইলে সাইটটিতে গিয়ে  দেখতে পরেন,গুগল সহ আরও অনেক জনপ্রিয় ওয়েবসাইট তাদের শুরুর অবস্থায় দেখতে কেমন ছিল। 




ইন্টারনেট জগতে লক্ষ লক্ষ ওয়েবসাইট রয়েছে যা আমাদের অজানা। তার মধ্যে  আরও অনেক ওয়েবসাইট আছে যা আমাদের ধারণার বাহিরে।আর আজকে আপনাদের সাথে যে ওয়েবসাইট গুলো শেয়ার করলাম।  তার চাইতে আর ইন্টারেস্টিং ওয়েবসাইট গুলো আমরা আপনাদের সাথে আগামীতে শেয়ার করব। আজকের টপিক এখানেই শেষ করছি। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করবেন। 



Post a Comment

0 Comments