How to earn money from YouTube?
আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।
আমি গত কয়েকদিন আগে অনলাইন ইনকাম নিয়ে একটা পোস্ট আপলোড করেছিলাম।সেখানে আমি অনলাইনে ইনকামের কয়েকটি মার্কেটপ্লেসের কথা উল্লেখ করেছিলাম। তবে পোস্ট অধিক পরিমানে লম্বা হবে বলে সবগুলো মার্কেটপ্লেস নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি।
এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
যদি আপনি আগের পোস্ট না দেখে থাকেন তাহলে সেই পোস্টটি দেখে আসতে পারেন। নয়তো অনেক কিছু মিছ করবেন। আমাদের ওয়েবসাইটের ক্যাটাগরিতে গিয়ে "Online Earning" অপশনে ক্লিক করলে সেই পোস্ট দেখতে পাবেন। অথবা নিচের লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন।
অনলাইন ইনকাম সম্পর্কে আগের পোস্ট।
অনেক কথা বলে ফেললাম। আপনারা রাগ করবেন না কিন্তু।এখন আসল কাজে আসি। আমাদের আজকের পোস্টের টপিক হচ্ছে "কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা যায়?" এ নিয়ে।তো চলুন শুরু করা যাক। আমি গোলজার আছি আপনাদের সাথে আজকের এই পোস্ট নিয়ে।
আপনার মনে হয়তো একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।হয়তো আপনি প্রশ্ন করতে পারেন যে,আসলেও কি ইউটিউব থেকে ইনকাম করা যায়?এ প্রশ্নের উত্তর আমি আপনাকে বলব না, শুধু আপনাকে একটা প্রশ্ন করব। আর আমার সেই প্রশ্নের মাঝে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন।
আচ্চা আপনি এখন একটু চিন্তা করেন- একটা ভিডিও তৈরি করতে কত সময় লাগে?ভিডিও এডিট করতে কত সময় লাগে?আবার ভিডিও এর জন্য ব্যানার ডিজাইন করতে কত সময় লাগে?একটা ক্যামেরার দাম কত? স্ট্যান্ড,লাইটিং ইত্যাদি খরচ কত?
শুধু এগুলো হলে হবে না, ইউটিবিং করতে হলে একের অধিক মানুষ প্রতিদিন শ্রম দিতে হয়।
এখন একটু চিন্তা করেন-মানুষ এত টাকা খরচ করে,এত সময় নষ্ট করে কেন?কোন লাভ ছাড়া কি মানুষ এগুলো করবে?
আচ্চা, কোন লাভ না হলে আপনি কি এগুলো করবেন?
আমি কি বুঝাতে চাচ্ছি তা হয়তো এতক্ষণে আপনি বুঝে গেছেন।এখন আশি,ইউটিউব থেকে ইনকাম করতে কি কি লাগবে?
• মোবাইল অথবা পিসি
আপনি যদি ইউটিউবিং করতে চান তার জন্য সর্বপ্রথম প্রয়োজন একটা মোবাইল অথবা পিসি। আপনার মোবাইল থাকলেই কাজ চালানো সম্ভব। তবে সফলতা পেতে কিছু কষ্ট হবে এবং সময় বেশি লাগবে।• ক্যামেরা
ইউটিউবিং করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা লাগে সেটা হচ্ছে ক্যামেরা। ভিডিও করতে হলে তো ক্যামেরা ছাড়া হবে না।সেজন্য ক্যামেরার প্রয়োজন। তবে চিন্তার কোন কারণ নেই, আপনার যদি ক্যামেরা কেনার মতো টাকা না থাকে তাহলে মোবাইলের ক্যামেরা দিয়ে কাজ চালিয়ে নেয়া সম্ভব।• লাইটিং
লাইটিং ইউটিউবিং করার জন্য তেমন প্রয়োজন নেই। তবে আপনার ভিডিও আরো ভালো আর আরো উন্নত মানের করতে হলে অবশ্যই লাইটিং এর প্রয়োজন। আপনার যদি লাইটিং কেনার মতো সামর্থ না থাকে তাহলে এটা না কিনলেই হবে।তবে আপনাকে একটা কষ্ট করতে হবে। আর সেটা হচ্ছে রাতের বেলা ভিডিও করা যাবে না।দিনের আলোতে ভিডিও করতে হবে।• মাইক্রোফোন
যেকোন ভিডিও এর মান কেমন তা নির্ভর করে সেই ভিডিওটির সাউন্ড এর উপর। যে ভিডিও এর সাউন্ড ক্লিয়ার আমরা সবাই সেই ভিডিও দেখতে আনন্দ বোধ করি।আবার যে ভিডিওতে সাউন্ড ক্লিয়ার না সেই ভিডিও দেখতে আমরা সবাই অস্বস্তি বোধ করি।তাই অবশ্যই ভিডিও এর সাউন্ড নিয়ে সতর্ক থাকতে হবে। যদি আপনার মাইক্রোফোন কেনার সামর্থ না তাকে তাহলে হেডফোন দিয়ে মাইক্রোফোনের কাজ চালিয়ে নিতে পারেন।• ব্যানার/ থাম্বনেইল ডিজাইন করার মতো যন্ত্র (পিসি বা মোবাইল)
বিয়ের জন্য কনে দেখতে গেলে আমরা সবাই আগে দেখি কনে দেখতে কেমন। তারপর কনে যদি দেখতে ভালো হয় তবে তার গুন নিয়ে চিন্তা করি।কিন্তু যদি কনে দেখতে ভালো না হয় তাহলে আমরা সবাই খেয়ে দেয়ে কেটে পরি।বিয়ের জন্য যেভাবে কনের সৌন্দর্য প্রথম দেখি ঠিক তেমনি ভিডিও এর জন্য ব্যানার/থাম্বনেইল এর সৌন্দর্য প্রথম দেখি।কনে দেখতে ভালো না হলে আমরা যেমন খেয়ে দেয়ে কেটে পরি ঠিক তেমন ভিডিও এর ব্যানার যদি ভালো না হয় ভিজিটর ভিডিও না দেখে কেটে পরে।তাই অবশ্যই আপনার ভিডিও এর ব্যানার সুন্দর করে তৈরি করে নিতে হবে।
• ভিডিও এডিটিং করার মত যোগ্যতা (পিসি বা মোবাইল দিয়ে)
ভিডিও এর মান সুন্দর করার জন্য সেই ভিডিওকে এডিট করে নিতে হবে।মোবাইল বা পিসি দিয়ে ভিডিও এডিট করা যাবে।মোবাইল দিয়ে এডিট করার ক্ষেত্রে Kinemaster আপ্লেকেশন টি ব্যবহার করা যেতে পারে। আবার ডেক্সটপ বা লেপটপ দিয়ে ভিডিও এডিট করার ক্ষেত্রে Adobe Primiar pro ব্যবহার করা যেতে পারে।• ধৈর্য্য
ইউটিউবিং করতে হলে ধৈর্যের কোন বিকল্প নেই।অনেক সময় দেখা যায় ইউটিউবিং করে এক বছরেও কোন ভালো ফলাফল পাওয়া যায় না। আবার অনেক সময় দেখা যায় মাত্র এক মাস সময়ের ভিতরে ইউটিউব চেনেল গ্রো আপ হয়ে গেছে।তবে তারাতাড়ি আপনার ইউটিউব চেনেল গ্রো আপ করাতে চাইলে অবশ্যই নিচের কন্ডিশনগুলো ফলো করতে পারেন।• কিছু ভালো আইডিয়া
একটা উদাহরণ দেই- একজন মানুষ কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে গেলো।হঠাৎ বিশাল এক ঘুর্ণিঝড় আসলো। তখন সেই দৃশ্য মানুষটি ভিডিও করতে করতে দৌড়ে পালাতে শুরু করলো।তারপর সেই ভিডিওটি ইউটিউবে আপলোড দিলো।কিন্তু পরে দেখা গেলো সেই ভিডিওতে মাত্র একদিনে ১ মিলিয়ন ভিউ চলে আসলো।এত কম সময়ে এত ভিউ আসার প্রধান কারন হচ্চে সেই ভিডিওটির কন্টেন্ট ভালো ছিলো।
এজন্য আপনাকে অবশই ভালো কন্টেন্ট আপলোড করতে হবে। তবে চন্তার কোন কারন নেই-আপনি যে বিষয়ে দক্ষ সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবিং করতে পারেন।তবে মনে রাখবেন যে বিষয় নিয়ে আপনি ইউটিউবিং করতে চান সেই বিষয়ে আপনার সর্বোচ্চটা দিতে হবে। আপনার ভিডিওতে যদি আপনার সর্বোচ্চটা দিতে পারেন আর আপনার প্রতিভা টা ফুটিয়ে তুলতে পারেন তাহলে আপনার জন্য সফলতা অপেক্ষা করছে।
কিভাবে শুরু করবেন?
অনেক ইউটিউবার অনেকভাবে ইউটিউবিং শুরু করে।কিন্তু যে পদ্ধতি ব্যাবহার করে সবচেয়ে বেশি ইউটিউবার সফল হয়েছে তা আমি আপনাদের বলবো।At first আপনাকে একটা ইউটিউব চেনেল খুলে নিতে হবে এবং সেই চেনেলকে কাস্টমাইজ করে নিতে হবে। যদি চেনেল তৈরি করা এবং কাস্টমাইজ করতে না পারেন তাহলে ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিতে পারেন।
আপনার মাথায় যে আইডিয়া গুলো আছে তা নিয়ে নিয়মিত ভিডিও করে ইউটিউবে আপলোড দিতে হবে।
পরিচিত মানুষদের সাথে আপনার ইউটিউব চেনেলের কথা বলতে হবে।ফেসবুক, টুইটার,ইন্সটাগ্রাম,টেলিগ্রাম এদের মতো সামাজিক সাইটে আপনার ইউটিউব চেনেলের ভিডিও শেয়ার করতে হবে।সর্বোপরি আপনাকে কয়েকদিন অনেক কষ্ট পোহাতে হতে পারে। তাছাড়া প্রথম থেকেই যদি আপনি ভিজিটর যা চায় তা যদি আপনি দিতে তাহলে খুব কম সময়ের মধ্যেই আপনি আপনার সফলতা দেখতে পাবেন।
ইনকাম করবো কিভাবে?
ইউটিউব চেনেল খুলে কয়েকটি ভিডিও আপলোড করলেই ইনকাম হবে না।তার জন্য আপনার ইউটিউব চেনেল পপুলার হতে হবে।যেমন ধরুন-আপনার চেনেলে কমপক্ষে ১০০০ সাবস্ক্রাইবার হতে হবে, আপনার চেনেলে কমপক্ষে ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হতে হবে,আর ভিউ ভালো পরিমানের হতে হবে।যদি আপনার ইউটিউব চেনেল পপুলার হয়ে যায় তার পর থেকে ইনকাম শুরু শুরু হবে।
ইউটিউব থেকে দুইভাবে ইনকাম করা যায়-
• গুগল এডসেন্স থেকে
• যেকোনো কোম্পানি থেকে
• গুগল এডসেন্স থেকে
আপনার ইউটিউব চেনেলে যখন ১০০০ সাবস্ক্রাইবার আর ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হবে তখন গুগল এডসেন্স আপনাকে মনিটাইজেশন দিবে। তারপর আপনার ভিডিওতে এড শো করাতে হবে। যখন মানুষ আপনার ভিডিও দেখবে আর আর সেই এডে ক্লিক করবে তখন থেকে আপনার ইনকাম শুরু হবে। তাছাড়া ভিডিও এড শো করালে মানুষের আর ক্লিক করতে হবে না, শুধু ভিডিও দেখলেই আপনার ইনকাম হয়ে যাবে।
• যেকোনো কোম্পানি থেকে
যেকোন কোম্পানি থেকে ইনকাম করতে হলে প্রথম শর্ত হচ্ছে আপনার ইউটিউবে ভালো পরিমানে সাবস্ক্রাইব আর ভালো পরিমাণে ভিউ হতে হবে।যদি আপনার চেনেলে সেগুলো থাকে তাহলে যেকোন মাল্টিনেশনাল কোম্পানি আপনার চেনেলে এড দিতে চাইবে।বিনিময়ে সেই কোম্পানি আপনাকে টাকা দিবে। এভাবেই যেকোনো কোম্পানি থেকে ইনকাম করা যায়।
একটা পোস্টে সম্পুর্ন আলোচনা করা প্রায় অসম্ভব। তাছাড়া সব জিনিস তো আর একজন মানুষের মাথায় আসে না।আমি এই পোস্টে যা আলোচনা করেছি তা ছাড়াও আরো দু-একটি পদ্ধতি থাকতে পারে।সেগুলো আপনি আস্তে আস্তে এমনিতেই বুজতে পারবেন।
আজ এ পর্যন্তই।
এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আরো গুরুত্বপূর্ণ কোন এক পোস্টে।
ধন্যবাদ সবাইকে।
0 Comments
Thanks for your support.