most top websites for you to learn coding for free

most top websites for you to learn coding for free


আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা কেমন আছেন আসা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব, প্রোগ্রামীং শেখার জন্য বেস্ট কয়েকটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটে মাধ্যমে আপনি প্রোগ্রামীং বিষয়ের ব্যাসিক ধারণার পাশাপাশি প্রফেশনাল ভাবে প্রোগ্রামীং শিখতে পারবেন সম্পুর্ণ ফ্রিতে।


কিভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন?

একজন দক্ষ প্রোগ্রামার হতে হলে শুধু কলেজ ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স বিভাগে পড়াশোনা করা ছাড়া উপায় নেই,আপনার যদি এরকম মনে হয় তাহলে আপনি সম্পুর্ণ ভুল, কারণ বর্তমান সময়ে আপনি চাইলে ইন্টারনেটে মাধ্যমে শুধু প্রোগ্রামিং নয় আপনি পুরো পৃথিবীটাকেই হাতের মুটোই পেয়ে যাবেন। ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যেসব ওয়েব সাইটে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেওয়া হয়। আজকে আপনাদেরকে এমন কয়েকটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব, যে ওয়েবসাইট গুলো অনুসরণ করলে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের প্রোগ্রামীং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন সম্পুর্ণ ফ্রিতে! তাহলে চলো শুরু করা যাক মূল আলোচনা।

1. w3school

আপনি যদি প্রোগ্রামীং অথবা কোডিং দুনিয়ায় নতুন হয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই ওয়েবসাইটটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ এখানে আপনি শেখার জন্য বিভিন্ন প্রোগ্রামীং ল্যাঙ্গুয়েজ , যেগুলো ব্যাসিক থেকে আপনার জন্য সহজ ভালো ধাপে ধাপে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে। যাতে যে-কেউ সহজে বিভিন্ন ধরনের প্রোগ্রামীং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে এবং শিখতে পারে সম্পুর্ণ ফ্রিতে!!! এই ওয়েবসাইটে আপনি ফ্রিতে html,css,javascript, python,php,sql,c++ সহ আরো অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন।

2.codecademy

এই ওয়েবসাইটে মাধ্যমে আপনি HTML/CSS, JavaScript,Python,php,Ruby,API সহ আরও অনেক জনপ্রিয় প্রোগ্রামীং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানতে পারবেন এবং শিখতে পারবেন। আপনি এই ওয়েবসাইটে আপনার জিমেইল দিয়ে সাইন আপ করার মাধ্যমে আপনি এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রফেশনাল ভাবে শিখতে পারবেন ঘরে বসেই!

3.learnstreet

এই ওয়েবসাইটে মাধ্যমে আপনি কোডিং শিখতে পারেন খুবই সহজে , এখানে অবশ্যই আপনি ধারাবাহিক বজায় রেখে শিখতে পারবেন , কারণ এখানে ধারাবাহিক বজায় রেখে শেখানো হয়। আপনি চাইলে ঘুরে দেখা আসতে পারেন।

4.udacity 

বর্তমান সময়ে কোডিং শেখার জনপ্রিয় একটি সাইট হচ্ছে ইউডাসির্টি।তাই যারা কোডিং শিখতে চান তারা একবার হলেও ঘুরে আসতে পারেন এই ওয়েবসাইট থেকে।

5.khanacademy 

বর্তমান সময়ে কোডিং শেখার অন্যতম জনপ্রিয় একটি সাইট হচ্ছে খান একাডেমি । এটি বেশ পুরোনো এবং কোডিং শেখার জন্য বেস্ট একটা ওয়েবসাইট। তাই আপনি ছাইলে এখান থেকেও কোডিং শিখতে পারেন।

6. codehs

এখানে বর্তমানে কোডিং শেখার জন্য যা যা দরকার সবই আপনি পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। তাই আপনি ছাইলে এখান থেকেও প্রোগ্রামীং শুরু করতে পারেন।

7. codeschool

এই ওয়েবসাইটটি অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে, এখানে আপনি সহজে কোডিং শিখতে পারবেন। তাই আপনি ছাইলে এখানও কোডিং শিখতে পারেন।

8.tutorialspoint

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনেক সহজে অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যাসিক থেকে শিখতে পারবেন। তাই আপনি ছাইলে এই ওয়েবসাইটটি অনুসরণ করতে পারেন।

9.javascript.info

যদি আপনি শুধু javascript শিখতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটটি অনুসরণ করতে পারেন। কারণ এখানে আপনি Javascript ধারাবাহিক বজায় রেখে খুব সহজে শিখতে পারবেন। তা ছাড়াও আরো কয়েকটি ওয়েবসাইট আছে যেগুলো আপনি অনুসরণ করতে পারলে উপকৃত হবেন।নিচে কয়েকটি ওয়েবসাইট নাম দেওয়া হল-tutoralspoint.com,guru99.com,developer.mozilla.org,javatpoint.com,javascripttutorial.net,tutorialrepublic.com এইসব ওয়েবসাইট শুধু javascript শিখনো হয় তা না, এইসব ওয়েবসাইটে মাধ্যমে আপনি আর অনেক প্রোগ্রামিং ভাষা প্রফেশনাল ভাবে শিখতে পারবেন। আসা করি এইসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি উপকৃত হবেন।

10. cplusplus.com

এই ওয়েবসাইটে মাধ্যমে আপনি c++ সম্পর্কে বিস্তারিত জানতে এবং শিখতে পারবেন ব্যাসিক থেকে প্রফেশনাল লেবেল পর্যন্ত। এছাড়াও আপনি c++ শিখতে নিচের আরো কয়েকটি ওয়েবসাইট অনুসরণ করতে পারেন যেমন- tutorialspoint.com,w3school.com,javatpoint.com,beginnersbook.com,programiz.com,learncpp.com আসা করি এইসব ওয়েবসাইটের মাধ্যমে আপনি উপকৃত হবেন।

11. StackOverflow

বর্তমান সময়ে প্রোগ্রামারদের জন্য একটি জনপ্রিয় সাইট হল stackoverflow.com। এই ওয়েবসাইটে মাধ্যমে আপনি বিভিন্ন প্রগ্রামীং ভাষার বিভিন্ন সমস্যার সমাধান পাবেন বিভিন্ন দেশের প্রফেশনাল প্রোগ্রামারদের কাছ থেকে ।যদি আপনার প্রোগ্রামীং বিষয়ে কোনো সমস্যা থেকে তাহলে আপনি এই ওয়েবসাইটে প্রশ্ন করতে পারেন। অথবা আপনি অন্যের প্রশ্নের উত্তর দিতে পারেন।আসা করি এই ওয়েবসাইট অনুসরণ করার মাধ্যমে আপনি প্রোগ্রামিং বিষয়ে বিভিন্ন সমস্যার সমাধান দেখে আপনি আপনার সমস্যার সমাধান সহ নতুন অনেক কিছু শিখতে পারবেন।

12. serverfault.com

এই ওয়েবসাইটটি টিক StackOverflow এর মতো। এখানে আপনি বিভিন্ন প্রগ্রামীং ভাষার বিভিন্ন সমস্যার সমাধান পাবেন বিভিন্ন দেশের প্রফেশনাল প্রোগ্রামারদের কাছ থেকে ।যদি আপনার প্রোগ্রামীং বিষয়ে কোনো সমস্যা থেকে তাহলে আপনি এই ওয়েবসাইটে প্রশ্ন মাধ্যমে উক্ত সমস্যার সমাধান পেতে পারেন। অথবা আপনিও অন্যের প্রশ্নের উত্তরও দিতে পারেন। তাই যারা নতুন অবস্থায় কোডিং শিখতে চান তাদের জন্য এইসব ওয়েবসাইট অনুসরণ করা হচ্ছে বুদ্ধিমানের কাজ।

youtube

বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় একমাত্র ভিডিও শেয়ারিং সাইট হচ্ছে ইউটিউব। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য ফ্রিতে আপনি এর চেয়ে ভালো প্লাটফর্ম পাবেন না।কারণ এখানে আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বিষয়ে হাজার হাজার ভিডিও টিউটরিয়াল পেয়ে যাবেন। যার মাধ্যমে আপনি সহজে কোডিং শিখতে পারবেন বাংলা ভাষায়! তাও সম্পুর্ণ ফ্রি!!

আমি আজ এখানে মাত্র কয়েকটি ওয়েবসাইট আপনার সাথে শেয়ার করলাম। যার মাধ্যমে অনেকেই প্রোগ্রামিং শিখেছে, তাই আমি মনে করি আপনিও দক্ষ একজন প্রোগ্রামার হতে পারবেন উপরের ওয়েবসাইট অনুসরণ করার মাধ্যমে যদি আপনার মধ্যে অদম্য ইচ্ছা থাকে।
আজকের টপিক এখানেই শেষ করছি। আসা করি আপনার একটুখানি হলেও এই পোস্টটি উপকারে আসবে। যদি এই পোস্টটি আপনার ভালো লাগে তাহলে অবশ্য আপনার বন্ধুদের সাথে আমাদের এই ছোট্ট ওয়েবসাইটটি শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন , যাতে পরবর্তীতে আরও ভালো কিছু আপনার সাথে শেয়ার করার অনুপ্রেরণা পাই।
ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য।
খোদা হাফেজ।

Post a Comment

0 Comments