How can i earn money from blogging?
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?আশা করি কমেন্টে উত্তর দিবেন।
আজ আমি গোলজার আপনাদের সাথে অনলাইনে ইনকামের একটি সঠিক এবং সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করবো।সাথে, এই পন্থা অবলম্বন করে কিভাবে অনলাইনে ইনকাম করা যায়, তা নিয়ে আলোকপাত করবো।
আমি আগে অনলাইন ইনকাম নিয়ে একটা পোস্ট আপনাদের সাথে শেয়ার করেছিলাম।সেখানে আমি অনলাইনে ইনকামের কয়েকটি মার্কেটপ্লেসের কথা উল্লেখ্য করেছিলাম।কিন্তু তা নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারিনি।আজকের এই টপিকে ব্লগিং করে কিভাবে ইনকাম করা যায় তা নিয়ে বলবো।তো চলুন শুরু করা যাক।
ব্লগিং কি?
এই প্রশ্নের উত্তর আমি একটি উদাহরণ এর মাধ্যমে দিচ্ছি।মনে করেন আপনি যেকোন একটি জিনিস নিয়ে ভালো লিখতে পারেন। সেটা হতে পারে কোন গল্প,হতে পারে কোন প্যারাগ্রাফ, হতে পারে কোন টিপস এন্ড ট্রিকস,বা অন্য কিছু হতে পারে।এখন মনে করেন আপনি কোন একটা ওয়েবসাইটে আপনার সেই লেখাগুলো শেয়ার করলেন। তাহলে আপনার সেই লেখা বা আর্টিকেলকে বলা যায় ব্লগিং এর একটা অংশ।আশা করি ব্লগিং কি বুজতে পারছেন।আমার দ্বারা কি সম্ভব?
এটা শুধু আপনার দ্বারা নয়, চাইলে যে কেউ ব্লগিং করতে পারে।তবে নিজের মধ্যে কোন কিছু লেখার বা সৃজনশীল কোন কিছু করার মতো দক্ষতা থাকতে হবে।আপনি যদি যেকোন একটি জিনিসে দক্ষ হন,তাহলে তা নিয়ে লেগে পড়ুন ব্লগিং-এ।এখন হয়তো আপনার মনে একটা প্রশ্ন জাগছে। আর সেটা হচ্ছে- কিছু লিখতে পারলেও কীভাবে বা কোথায় ইনকাম করবো? তো চলুন এ প্রশ্নের উত্তর দিচ্ছি।কিভাবে ব্লগিং করে ইনকাম করা যায়?
ব্লগিং দুইভাবে করা যায়।আর সেগুলো হচ্ছে-অন্যের ওয়েবসাইটে ব্লগিং করা।
নিজের ওয়েবসাইটে ব্লগিং করা।
অন্যের ওয়েবসাইটে ব্লগিং করে ইনকাম।
বর্তমানে অনলাইনে অনেক প্রতিষ্ঠান ভালো আর্টিকেল কিনে নিচ্ছে।তারমধ্যে অনেক ওয়েবসাইটে আর্টিকেল লিখলে ইনস্ট্যান্ট পেমেন্ট করে।তবে এক্ষেত্রে আপনাকে কিছু নিয়ম মানতে হবে।একেকটি ওয়েবসাইট এর নিয়ম একেক রকম।তবে তার মধ্যে একটা কমন নিয়ম হচ্ছে-পোস্ট ১৫০০-২৫০০ শব্দের হতে হবে। সর্বোপরি আপনার পোস্ট এডমিনের কাছে ভালো লাগতে হবে। আবার অনেক রকম মার্কেটপ্লেস আছে যেখানে আর্টিকেল লেখার জন্য লেখক হায়ার করে।তার মধ্যে জনপ্রিয় হচ্ছে freelancer,fiver,upwork ইত্যাদি।আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে আপনার লেখা দিয়ে আপনি মাসে কমপক্ষে ৫০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। তাও আবার গ্যারান্টি সহকারে। তবে এর জন্য আপনাকে যথেষ্ট ধৈর্যশীল হতে হতে হবে। কারন ব্লগিং করে প্রথম থেকেই ইনকাম করা যায় না। তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হয়। আর ভালো ভালো আর্টিকেল লিখতে হয়।যখন আপনার লেখা আর্টিকেল মানুষ পড়া শুরু করবে এবং ভালো লাগবে, তার পর থেকেই আপনার ইমকাম শুরু হবে। তবে আমি আপনাদের সাজেস্ট করবো,আগে নিজে একটা ওয়েবসাইট তৈরি করে নিজের ওয়েবসাইটে ব্লগিং করেন।তারপর কোন মার্কেটপ্লেসের সাথে কাজ করেন।কারন হচ্ছে আপনার লেখা আর্টিকেল ভালো না খারাপ,মানুষের ভালো লাগে কি না,তা নিজের ওয়েবসাইটে ব্লগিং করে বুজতে পারবেন।আবার নিজের ওয়েবসাইটে ব্লগিং করেই তো ইনকাম করা যায়।নিজের ওয়েবসাইটে ব্লগিং করে ইনকাম।
এর জন্য সর্বপ্রথম নিজে একটা ওয়েবসাইট তৈরি করে নিতে হবে। ওয়েবসাইট দুইভাবে তৈরি করা যায়। তা হলো-ফ্রি ওয়েবসাইট।
পেইড ওয়েবসাইট।
কিভাবে ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়?
এ নিয়ে আমাদের ওয়েবসাইটে আরেকটি পোস্ট আছে।যদি দেখা প্রয়োজন মনে করেন তাহলে এখানে ক্লিক করে দেখে আসতে পারেন।তবে আগে এই পোস্টটি সম্পুর্ন পড়েন।ফ্রি-তে ওয়েবসাইট তৈরি করার জন্য একটি ওয়েবসাইট আছে।সেখানে গিয়ে আপনি আপনার পছন্দ মতে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সেই ওয়েবসাইট এর নাম হচ্ছে blogger. সেখানে আপনার লেখা আর্টিকেল নিজে ওয়েবসাইট তৈরি করে আপলোড করতে পারেন।
অনলাইনে অনেক ফ্রি টেম্পলেট পাওয়া যায়। তার মধ্যে একটা ফ্রি টেম্পলেট ডাউনলোড করে নিতে হবে।
গুগলে ফ্রি টেম্পলেট লিখে সার্চ দিলে অনেক ফ্রি টেম্পলেট পেয়ে যাবেন।তারপর ব্লগারে গিয়ে আপনার তৈরি করা ওয়েবসাইটে সেই টেম্পলেট আপলোড দিতে হবে।তারপর পুরো ওয়েবসাইট কাস্টমাইজ করে নিতে হবে। এর জন্য ইউটিউবে গিয়ে ব্লগার ওয়েবসাইট কাস্টমাইজ লিখে সার্চ দিলে অনেক ভিডিও পেয়ে যাবেন।
সেখান থেকে ভিডিও দেখে আপনার ওয়েবসাইট কাস্টমাইজ করে নিন।
এবার আপনার কাজ হচ্ছে ওয়েবসাইটে নিয়মিত পোস্ট করা।তারপর আপনার ওয়েবসাইটকে SEO করে নিতে হবে। SEO কি? কেন করবেন? কিভাবে করবেন? তা নিয়ে আমাদের ওয়েবসাইটে পর্বে পর্বে আলোচনা করা হয়েছে। আপনি চাইলে সেগুলো দেখে দেখে আপনার ওয়েবসাইট SEO করে নিতে পারেন।তারমধ্যে প্রথম পর্বের লিংক দিয়ে দিচ্ছি।সেখানে গেলে একটার পর একটা পোস্ট দেখতে পারবেন। SEO নিয়ে পোস্ট দেখতে এখানে ক্লিক করেন।
ধরে নিচ্ছি আপনার ওয়েবসাইট তৈরি করা, কাস্টমাইজ করা, আর SEO করা শেষ।এখন কথা হচ্ছে কিভাবে ইনকাম করা যায়?
নিজের ওয়েবসাইট ব্যবহার করে ইনকাম।
আপনার ওয়েবসাইটে প্রতি সপ্তাহে কমপক্ষে ২ টা পোস্ট করতে হবে।তবে মনে রাখবেন প্রথম ২-৩ মাস ইনকাম হবে না।আপনার ওয়েবসাইটে যখন ৫০-১০০ টা পোস্ট হবে, আর মানুষজন আপনার ওয়েবসাইটে ভিজিট করে পোস্ট পড়বে,তখন থেকে আপনার ইনকাম শুরু হবে।নিজের ওয়েবসাইটের দ্বারা দুই যায়গা থেকে ইনকাম হয়।
• কোন প্রতিষ্ঠান থেকে।
• গুগল এডসেন্স থেকে।
আপনার ওয়েবসাইট যখন জনপ্রিয় হবে তখন অনেক কোম্পানি আপনাকে টাকা দিবে। বিনিময়ে তাদের এডভার্টাইজমেন্ট আপনার ওয়েবসাইটে দেখাতে হবে।তবে আপনার ওয়েবসাইট জনপ্রিয় না হলে কোন কোম্পানি আপনার ওয়েবসাইটে টাকা ইনবেস্ট করতে চাইবে না।তার জন্য কিছু কষ্ট করে ওয়েবসাইটকে জনপ্রিয় করে তুলতে হবে।
গুগল এডসেন্স থেকে ইনকাম তখনই হবে, যখন আপনি গুগলের নিয়ম নীতি মেনে আপনার ওয়েবসাইটে আর্টিকেল লিখবেন।তারমধ্যে একটা নিয়ম হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো কিছু লিখা যাবে না।সেকেন্ড হচ্ছে, আপনার আর্টিকেল ইউনিক হতে হবে।অর্থাৎ কপিরাইট হতে পারবে না। আপনার আর্টিকেল কত পার্সেন্ট ইউনিক তা দেখার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট আছে।সেখানে গিয়ে চেক করবেন।আপনার আর্টিকেল যদি ৯০% এর উপরে ইউনিক না হয় তাহলে সেই আর্টিকেল আপনার ওয়েবসাইটে আপলোড করবেন না।তবে এটা আপনার উপর নির্ভর করে।আপনি চাইলে ২০% ইউনিক আর্টিকেল আপনার ওয়েবসাইটে আপলোড করতে পারেন। তবে সেটা আপনি এবং আপনার ওয়েবসাইটের জন্য ভালো হবে না।এমনকি অনেক কষ্ট পোহাতে হতে পারে।
আরেকটি জিনিস মনে রাখবেন- যত লম্বা আর্টিকেল লিখতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য তত ভালো হবে।
আগামীতে একটি পোস্ট করবো।সেটা হচ্ছে - এডসেন্স পেতে হলে ব্লগের যোগ্যতা কি হওয়া উচিয়?
যা যা নিয়ে আলোচনা করেছি আশা করি সবাই বুজতে পেরেছেন। আর যদি না বুজতে পারেন তাহলে মনোযোগ দিয়ে এই পোস্টটি আবার দেখে আসার আমন্ত্রণ রইলো।
এখন আপনাকে একটা কাজ দেই।সেটা হচ্ছে- নিজেকে নিজে একটা প্রশ্ন করেন।আর সেই প্রশ্ন হচ্ছে- বর্তমানের চেয়ে কোন সময় উত্তম?
আপনি হয়তো বুজতে পেরেছেন আমি কি বুঝানোর চেষ্ট করছি।
হ্যাঁ আমি এটা বুঝাতে চাচ্ছি যে,বর্তমান সময়ই আপনি,আমি এবং সবার জন্য উত্তম। তাই যা করবেন এখন থেকেই করা শুরু করেন।নয়তো ভবিষ্যতে আপসোস করতে হবে।
আজ এখানেই বিধায় নিচ্ছি।দেখা হবে এরকম গুরুত্বপূর্ণ আরো একটি টপিক নিয়ে।
ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। সুস্থ থাকুন।
ধন্যবাদ সবাইকে।
খোদা হাফেজ।



0 Comments
Thanks for your support.