How to add website in google analytics?

How to ad website in google analyticsanalytics picture

How to ad website in google analytics?

আসসালামু আলাইকুম।
 সবাই আশা করি ভালোই আছেন।
আজ আমি আপনাদের দেখাবো, কিভাবে গুগল এনালাইটিক্সে নিজের ব্লগসাইট এড করতে হয়?
 তার আগে আপনাদের জানা লাগবে, কেন গুগল এনালাইটিক্সে নিজের ওয়েবসাইট এড করতে হয়।তো চলুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আমি গোলজার আছি আপনাদের সাথে এই আলোচনায়।

Google Analytics এ কেন ওয়েবসাইট এড করতে হয়?

আমরা যারা ব্লগিং করি তার মধ্যে সবাই নিজের ওয়েবসাইটের রেংকিং দেখি।আরো সহজভাবে বলি।আপনি হয়তো প্রত্যেকদিন ওয়েবসাইটে গিয়ে চেক করেন, আপনার কয়টি ভিউ আসলো। কিন্তু আমরা সবাই জানি না এই রিপোর্ট সঠিক নাকি ভুল।এখন থেকে জেনে নিন এই রিপোর্ট সঠিক নয়।এটা সঠিক রিপোর্ট দেখায় না। তাই সঠিক রিপোর্ট পাওয়ার জন্য Google Analytics এ আমাদের ওয়েবসাইট কে এড করতে হয়।

Google Analytics এ কিভাবে আমার ওয়েবসাইট এড করবো?

চলুন এই সমস্যার সমাধান করি। আপনি প্রথমে আপনার মোবাইল অথবা পিসি ওপেন করেন।তারপর যেকোন একটি ব্রাউজারে গিয়ে "google analytics" লিখে সার্চ করুন।তারপর সর্বপ্রথম যে ওয়েবসাইট শো করবে সেটাতে প্রবেশ করুন। তারপর নিচের স্ক্রিনশটগুলো ফলো করুন। 

 প্রথমে এরকম একটি পেজ আপনার সামনে ওপেন হবে।এখন "start measuring " লেখা যায়গায় ক্লিক করুন... 


এখন নিচের পেইজের মতো একটি পেইজ আপনার সামনে ওপেন হবে। স্ক্রিনশটে যেমন দেখানো আছে তেমন করে next বাটনে ক্লিক করুন... 


এবার উপরে থাকা ওয়েব সিলেক্ট করে next এ ক্লিক করুন... 


এবার নিচের স্ক্রিনশট এর মতো একটা পেইজ আপনার সামনে ওপেন হবে। সেখানে সম্পুর্ন সঠিক তথ্য দিয়ে Create এ ক্লিক করতে হবে। 


তারপর নিচের মতো একটা পেইজ দেখতে পাবেন। সেখানে country সিলেক্ট করে নিচের দুটি ঠিক চিহ্ন দিয়ে "I accept " লেখা বাটনে ক্লিক করুন...

 

এবার এরকম একটি পেইজ দেখতে পাবেন। এখানে সবটি রাইট চিহ্ন দিয়ে save বাটনে ক্লিক করুন.... 


 এবার নিচের মতো পেইজ দেখতে পাবেন,সেখানে Dismiss লেখা বাটনে ক্লিক করুন... 


ব্যাস আপনার ওয়েবসাইট গুগল এনালাইটিক্সে সফলভাবে এড হয়ে গেছে। এবার আপনার কাজ হচ্চে আপনার ব্লগে। এখন নিছের মতো একটা পেইজ আপনার সামনে ওপেন হবে। সেখান থেক "Tracking ID" আর "Global site tag" কপি করতে হবে। 


 তারপর ব্লগারের সেটিংসে যাবেন। সেটিংসে যাবার পর সেখান থেকে "google analytics property ID" খুজে বেড় করুন। সেখানে ক্লিক করে সেই কপি করা ট্রাকিং আইডিটা বসিয়ে দিয়ে সেভ করুন। 


এবার আপনি ব্লগারের থিম অপশনে ক্লিক করেন।এবার কাস্টমাইজ থিমে ক্লিক করুন।তারপর Edit html লেখা যায়গায় ক্লিক করুন।এখন আগের কপি করা Global site tag টি head সেকশনে বসিয়ে দিয়ে সেভ করুন।

 

 এখন আপনার এই কাজ শেষ। এখন আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তার জন্য গুগল সার্চ কনসোলে যেতে হবে।তার আগে গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট এড করতে হবে।আপনি যদি অলরেডি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট এড করে থাকেন তাহলে নিচের মতো কাজ করুন। আর যদি গুগল সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট এড করে না থাকেন তাহলে এখানে ক্লিক করে সার্চ কনসোলে ওয়েবসাইট এড করা শিখে নিন এবং আপনার ওয়েবসাইট গুগল সার্চ কনসোলে এড করুন।

 যদি এড করা শেষ হয়ে থাকে তাহলে গুগল সার্চ কনসোলের সেটিংসে যান। সেখানে গিয়ে Ownership Verification লেখা যায়গায় ক্লিক করুন। 


এবার Google Analytics লেখা যায়গায় ক্লিক করে ভেরিফাই করে নিন।

যদি আপনি ভালোভাবে এড করতে পারেন তাহলে আপনাকে স্বাগতম। আর যদি এড করতে না পারেন তাহলে মনোযোগ দিয়ে এই পোস্টটি আবার দেখে আসুন।

 আজ এ পর্যন্তই। দেখা হবে ব্লগ নিয়ে এরকম প্রয়োজনীয় আরো একটি পোস্টে।ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। 
 আমার আগামী পোস্ট হবে - এডসেন্স পাওয়ার জন্য ব্লগের সর্বনিম্ন যোগ্যতা, নিয়ে। 
এখানেই বিদায় নিচ্ছি। 
 ধন্যবাদ সবাইকে। 
 খোদা হাফেজ। 

 

Search engine optimization.
Blog post seo optimization.
SEO setting in blogger.
How to add website in google search console?
How to create a backlink?
SEO keyword reserch tips.
How to increase site visitors?
SEO image optimization tips


Post a Comment

0 Comments